ইনকিলাব ডেস্ক : বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তায় তাদের নেতারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদক্ষেপ চান বলে ভারতের বার্তা সংস্থা পিটিআই যে খবর পরিবেশন করেছে, এর অংশবিশেষ অস্বীকার করেছেন বক্তব্যদাতারা।
ওই খবরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত ও অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়কে উদ্ধৃত করা হয়। তবে তারা বলছেন, পিটিআইকে তারা এভাবে বক্তব্য দেননি। ওই দুই নেতা তাদের বক্তব্য অস্বীকার করলেও পিটিআই বলছে, ভুলভাবে উদ্ধৃত করার কোনো সুযোগ নেই। তাদের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিবাদও পাঠানো হয়নি। বার্তা সংস্থাটির দিল্লি ও কলকাতা অফিস থেকে বিবিসি বাংলাকে বলা হয়, রানা দাশগুপ্ত যেভাবে বলেছেন, তাকে ঠিক সেভাবেই উদ্ধৃত করা হয়েছে। পিটিআইয়ের খবরে রানা দাশগুপ্তকে উদ্ধৃত করে বলা হয়, ‘হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে ভারতের কিছু করা উচিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আমাদের প্রত্যাশা বেশি।’
একই প্রতিবেদনে অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়কে উদ্ধৃত করে পিটিআই আরো বলেছে, ভারতের কাছ থেকে চাপ না এলে মৌলবাদ বিষয়ে মনোভাব পরিবর্তন হবে না। ভারত এ অঞ্চলের বড় শক্তি। প্রতিবেশী দেশে সংখ্যালঘুরা নির্মমভাবে হত্যাকা-ের শিকার হলে দেশটি চুপচাপ বসে থাকতে পারে না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন