শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

শত্রুরা ইরাক-ইরানের মধ্যে বিভক্তির চেষ্টা করছে : খামেনি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৯, ৩:৪৩ পিএম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, তার দেশ ও ইরাকের জনগণ ধর্মীয় বিশ্বাসের মাধ্যমে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। ফলে দু'দেশের মধ্যে বিভক্তি সৃষ্টির যে কোনো ষড়যন্ত্র ব্যর্থ হবে। খবর পার্স ট্যুডে।
ইরানের এই সর্বোচ্চ নেতা বলেন, দেশের মানুষের মধ্যকার সম্পর্ক আল্লাহর ওপর বিশ্বাস, মহানবী (সাঃ) এবং ইমাম হোসাইনের (আঃ) ভালোবাসার ভিত্তিতে সম্পর্কযুক্ত। এই সম্পর্ক দিন দিন বাড়বে। গতকাল রোববার (৬ অক্টোবর) সর্বোচ্চ নেতার দফতর থেকে এক টুইট বার্তায় এসব কথা বলা হয়।
ওই বার্তায় আরও বলা হয়েছে, শত্রুরা বিভক্তি সৃষ্টির চেষ্টা করছে কিন্তু তাদের এই ষড়যন্ত্র সফল হবে না। সম্প্রতি ইরাকজুড়ে সহিংস বিক্ষোভ মিছিল হচ্ছে। ইরানের অভিযোগ এই বিক্ষোভ-সহিংসতার পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে।
প্রথমদিকে বেকারত্ব, দারিদ্র্য এবং দুর্নীতির বিরুদ্ধে সরোব হয়ে বিক্ষোভ শুরু হলেও পরে তা সহিংসতায় রুপ নেয়। বিক্ষোভকারীদের হঠাতে পুলিশ জল কামান ও তাজা বুলেট ছুড়েছে। গত কয়েক দিনের সহিংসতায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন