শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

১১ সদস্যের বিনিময়ে ৩ ভারতীয়কে মুক্তি দিল তালিবান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৯, ৫:৫৮ পিএম

১১ জন সদস্যের বিনিময়ে ৩ ভারতীয় পণবন্দিকে মুক্তি দিল আফগানিস্তানের তালিবান। এই তথ্য নিশ্চিত করে স্থানীয় সংবাদমাধ্যমকে তালিবান নেতারা জানিয়েছে, রোববার ১১ জন তালিবানি সদস্যের বিনিময়ে ৩ ভারতীয় বন্দিকে মুক্তি দিয়েছে তারা। তবে আফগান প্রশাসন বা মার্কিন সেনার মধ্যে কাদের পক্ষ থেকে ১১ জন তালিবানিকে মুক্তি দেওয়া হয়েছে, তা স্পষ্ট নয়। তবে ১১ জনের মধ্যে তালিবানদের এক পদস্থ সদস্যও রয়েছে।

মুক্তি পাওয়া তালিবানদের মধ্যে রয়েছে শেখ আবদুর রহিম ও মৌলবি আবদুর রশিদ। এদের মধ্যে রশিদ কুনার ও নিমরোজে তালিবানের শীর্ষ নেতা ছিল। বন্দিমুক্তির দাবির স্বপক্ষে ছবিও রিলিজ করেছে তালিবান। যদিও সংবাদমাধ্যমের পক্ষ ওই ছবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। রোববার সকালে বন্দি বিনিময় হলেও, আফগানিস্তানের কোন এলাকায় তা হয়েছে জানা যায়নি।

আফগানিস্তানের উত্তর বাঘলান প্রদেশের এক সংস্থায় কাজ করা ৭ জন ইঞ্জিনিয়ারকে ২০১৮ সালে অপহরণ করা হয়েছিল। তবে সে সময় কোনও জঙ্গি গোষ্ঠীই এই অপহরণের দায় স্বীকার করেনি। গত মার্চে এক বন্দিকে মুক্তি দেওয়া হয়। বাকিদের সম্পর্কে কোনও তথ্য মেলেনি। সূত্র: টিওআই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন