শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

সরকারের সঙ্গে আলোচনা বাতিল করল তালিবান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২০, ২:৪৪ পিএম

বন্দি বিনিময় ইস্যুতে আফগানিস্তানের মার্কিন সমর্থিত সরকারের সঙ্গে আলোচনা বাতিলের ঘোষণা দিয়েছে তালেবান। মঙ্গলবার টুইটারে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন দলের অন্যতম মুখপাত্র সুহাইল শাহিন। যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের শান্তি আলোচনার একটি গুরুত্বপূর্ণ দিক ছিল এ বন্দি বিনিময় ইস্যু। এখন এটিকে কেন্দ্র করে সরকারের সঙ্গে দলটির আলোচনা ভেস্তে যাওয়ায় যুক্তরাষ্ট্র-তালেবান শান্তি চুক্তির বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়লো।
কাতারে তালেবানের রাজনৈতিক দফতরের মুখপাত্র সুহাইল শাহিন বলেন, তার দল কোনও ‘অর্থহীন বৈঠকে’ অংশ নেবে না। তারা একের পর নানা অজুহাত তুলে বন্দিদের মুক্তির বিষয়টি বিলম্বিত করছে। তবে আফগান সরকারের দাবি, তালেবান নানা সহিংসতায় জড়িত তাদের ঊর্ধ্বতন কমান্ডারদের মুক্তি চাইছে। এ কমান্ডারদের মুক্তি দিতে নারাজ কাবুল।
এর আগে গত মাসে শর্তসাপেক্ষে বন্দি মুক্তির প্রস্তাব প্রত্যাখ্যানের ঘোষণা দেয় তালেবান। দলের মুখপাত্র সুহাইল শাহিন জানান, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি যুক্তরাষ্ট্র-তালেবান চুক্তির বিপক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বলেন, ‘শান্তিচুক্তিতে স্পষ্ট বলা আছে ৫ হাজার বন্দিকে মুক্তি দেওয়া হবে। তারপরই সংলাপ শুরু হবে।’ কিন্তু সরকার বন্দিমুক্তির সঙ্গে শর্ত জুড়ে দিতে চায়।
তালেবানের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের চুক্তি অনুযায়ী কোনও শর্তসাপেক্ষে মুক্তির কথা ছিল না। সুহাইল শাহিন বলেন, ‘আমরা কখনও বন্দির শর্তসাপেক্ষে মুক্তির ব্যাপারে রাজি হয়নি। যদি কেউ এমনটা দাবি করে তবে তা সেই চুক্তির বিরুদ্ধে কথা বলা হবে।’ সূত্র: রয়টার্স, আল জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
হামজা ১২ এপ্রিল, ২০২০, ৮:৩২ এএম says : 0
আফগান সরকার মাকিনিদের লেজ, যেমন কুত্তারলেজ ।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন