ইনকিলাব ডেস্ক : প্রচ- রোদের কারণে দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত ঘরের বাইরে কাজের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সউদি শ্রম ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয়। গত বুধবার থেকে দেশটিতে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। আগামী ৩ মাস অর্থাৎ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুরে ৩ ঘণ্টা কর্মবিরতি পালনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে তেল ও গ্যাস প্রকল্পে জরুরি কাজে নিয়োজিতরা এই সিদ্ধান্তের আওতামুক্ত থাকবে আর তাদের জন্য রোদ প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করতে হবে। সউদি আরবের শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ফাহাদ আল ওয়াইদী বলেছেন, যেসব এলাকায় তাপমাত্রা কম সেসব এলাকায় এ সিদ্ধান্ত কার্যকর হবে না। তিনি গণমাধ্যমকে জানান, শ্রমিকদের স্বাস্থ্য, নিরাপত্তা ও কাজের পরিবেশ তৈরিতে বেশি তাপমাত্রা প্রবণ এলাকাগুলোর গভর্নরদের সঙ্গে আলোচনা করে মন্ত্রণালয় দুপুরে কাজের ওপর এ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে। গালফ নিউজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন