শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

বিনিয়োগ প্রবৃদ্ধি কমেছে চীনের স্থায়ী সম্পদে

প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : বিনিয়োগ প্রবৃদ্ধি কমেছে চীনের স্থায়ী সম্পদে। বছরের প্রথম পাঁচ মাসে দেশটির বিনিয়োগ প্রবৃদ্ধির হার ৯ দশমিক ৬ শতাংশ। ২০০০ সালের পর এবারই প্রথম স্থায়ী সম্পদে বিনিয়োগ প্রবৃদ্ধি ১০ শতাংশের নিচে নেমেছে। এ কারণে দেশটিতে আবারও সরকারী প্রণোদনার সম্ভাবনা দেখা দিয়েছে। স্থায়ী সম্পদে বিনিয়োগ কমায় অনেকে আবারও সরকারী প্রণোদনার প্রয়োজনীয়তা অনুভব করছেন। তাদের মতে, রেকর্ড পরিমাণ ঋণ বিতরণের মাধ্যমে সরকার যে প্রণোদনা দিয়েছিল তা ফিকে হয়ে আসায় স্থায়ী সম্পদে বিনিয়োগ কমেছে। চীনের আর্থিক খাতে ঋণের পরিমাণ অত্যধিক বেশি বলে দেশী-বিদেশী পর্যবেক্ষকরা সতর্ক করেছেন। ঋণের পরিমাণ বাড়তে থাকায় গত মাসে সরকারী প্রচার মাধ্যমেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশেষকরা মনে করছেন, সবশেষ মাসিক পরিসংখ্যানে যে দুর্বলতা ফুটে উঠেছে, তাতে নীতিনির্ধারকরা অর্থনীতিকে চাঙ্গা করতে নতুন পদক্ষেপ নিতে পারেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন