কর্পোরেট রিপোর্টার : চলছে ঈদ ফ্যাশন ফেয়ার। ঈদুল ফিতর উপলক্ষে ব্র্যান্ডের পোশাক ও ফ্যাশন পণ্যের সমারোহে মঙ্গলবার থেকে এই ঈদ ফ্যাশন ফেয়ার ২০১৬ শুরু হয়েছে। ঢাকার গুলশান-১ এ এমানূয়েল’স নিউ হলে এই আয়োজন চলবে ১৮ জুন পর্যন্ত। মেলায় বাংলাদেশসহ আরো ৪টি দেশের ২৫টি কোম্পানি অংশগ্রহণ করেছে। মেলা সর্ব সাধারণের জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকছে। এতে মান্ত্রা ক্রিয়েশন, কাশ্মীর স্মাইল, ট্রেন্ডস এন স্টাইল, ফ্যাশন. কম, জারম্যাটস, পস, আলীফ, স্টার এন্টারপ্রাইজ, পেহনাওয়ে বাই সাজিয়া, গ্র্যান্ডেউর, জারা ফ্যাশন জুয়েলারিসহ আরো অন্যান্য ব্র্যান্ড অংশগ্রহণ করছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন