কর্পোরেট রিপোর্টার : জামদানি প্রদর্শনী ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক যৌথ উদ্যোগে আগামী রোববার ১৯ জুন হতে ১০ দিনব্যাপী দেশের ঐতিহ্যবাহী হস্তশিল্প পণ্য জামদানি প্রদর্শনী ২০১৬ শুরু হতে যাচ্ছে। রাজধানীর শাহবাগস্থ বাংলাদেশ জাতীয় যাদুঘরে জামদানি পণ্য সামগ্রী প্রদর্শন করা হবে। জাতীয় জাদুঘরে জামদানি প্রদর্শনী শুক্র ও শনি সকাল ১০টা থেকে বিকাল ৫টা এবং অন্যান্য দিন সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত প্রদর্শনী সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
প্রদর্শনীতে মোট ২৭টি স্টলে তেরছা, জলপাড়, পান্নাহাজার, করোলা, দুবলাজাল, সাবুরগা, বলিহার, শাপলাফুল, আঙ্গুরলতা, ময়ূরপ্যাচপাড়, বাঘনলি, কলমিলতা, চন্দ্রপাড় ও ঝুমকা ইত্যাদিসহ আরও অনেক বাহারি নামের জামদানি শাড়ির পসরা সাজিয়ে বসবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন