শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

দেশে দেশে মাহে রমজান : আরবদের ইফতার আতিথেয়তা

প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

ছালাহউদ্দিন, আরব আমিরাত থেকে : নতুনের সওগাত ও আল্লাহর অফুরন্ত রহমতের মাস রমজানুল মুবারক। বিশ্ব মুসলিমের জন্য বয়ে আনে মুক্তির বার্তা। ধর্মপ্রাণ মুসলমানের জন্য মাহে রমজান, নেয়ামতস্বরূপ। আর মহিমান্বিত এই মাসে সিয়াম সাধনায় লিপ্ত সংযমী মানুষদের প্রতি আরবদের যে কি অপার শ্রদ্ধাবোধ তা চোখে না দেখলে বুঝা যাবে না তাদের ইফতার আতিথেয়তার গুণ সম্পর্কে। প্রতি রমজানের মতো এবারও সরকারি ও বেসরকারিভাবে পাড়া-মহল্লায় কিংবা বড় বড় মসজিদের পাশে তাঁবু টাঙিয়ে বিশাল প্যান্ডেল বানিয়ে ব্যাপকভাবে ইফতার আয়োজনের পাশাপাশি আরবদেরকে রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থামিয়েও ইফতার বিতরণ করতে দেখা যায়। গত ১৩ জুন সোমবার দেখা গেল ইফতার আতিথেয়তার বিরল আর একটি চিত্র। ওইদিন আরব আমিরাত মিনিস্টার অফ স্টেট ফর ইয়ুথ শাম্মা সুহাইল ফারিস আল মাজরুইকে রাস্তায় গাড়ি থামিয়ে নিজ হাতে ইফতার বিতরণ করতে দেখা যায়।
এছাড়া ইফতারের সময় একজন অন্যজনকে প্রাধান্য দেয়া কিংবা জোর করে ইফতারে শরীক করানো দেখলে মনে হবে যেন হাজার বছর ধরে বংশ পরম্পরায় ধারণ করা আতিথেয়তার গুণটি আরবরা এখনো ধরে রাখার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন পুরোদমে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন