বাংলাদেশ প্রকৌশলী বিশ^বিদ্যালয় (বুয়েট) এর মেধাবী ছাত্র আবরার ফাহাদকে হত্যার পর ছাত্রদের দাবির মুখে বহিরাগত উচ্ছেদে হলে হলে অভিযান চলছে। গত শনিবার থেকে এ অভিযান শুরু হয়েছে এবং হলগুলো বহিরাগতমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন বিশ^বিদ্যালয়টির ছাত্রকল্যাণ উপদেষ্টা প্রফেসর মিজানুর রহমান।
এ বিষয়ে তিনি মুঠোফোনে বলেন, ‘ইতোমধ্যেই আমরা ৮০ থেকে ৯০ শতাংশ অবৈধ শিক্ষার্থী ও বহিরাগতকে হল থেকে বের করে দিতে পেরেছি। রোববার রাতের মধ্যেই সব হল থেকে অবৈধ শিক্ষার্থী ও বহিরাগতদের বের করে দেয়ার চেষ্টা করছি। যাদের ঢাকায় থাকার জায়গা নেই, তাদের বের করতে একটু সময় লাগছে। তবে, সবাইকে হল থেকে চলে যেতে হবে।’
বুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল, হল থেকে অবৈধ শিক্ষার্থী ও বহিরাগত বের করে দিতে হবে। সে দাবির প্রেক্ষিতে এ অভিযান চলছে বলে জানান তিনি। হল থেকে অবৈধ শিক্ষার্থী ও বহিরাগত বের করে দেয়ার বিষয়ে জানতে চাইলে বুয়েটের ড. এমএ রশীদ হলের প্রভোস্ট প্রফেসর ইলিয়াস বলেন, শিক্ষার্থীরা যে দাবি জানিয়েছে, তা বাস্তবায়নে বিশ^বিদ্যালয় প্রশাসন কাজ করছে। আমরা তাদের সহযোগী হয়ে কাজ চালিয়ে যাচ্ছি। আমার হলে অবৈধ ও বহিরাগতদের বের করে দেয়ার কাজ চলমান রয়েছে। আজ (রোববার) রাতের মধ্যেই আমরা হলকে বহিরাগতমৃক্ত করার চেষ্টা করছি।
এর আগে রোববার দুপুরে বহিরাগতদের হলে থাকার বিষয়ে বুয়েট ভিসি প্রফেসর ড. সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমাদের হলগুলোতে বিগত সময়ে বহিরাগতদের অবস্থান করতে দেখা গেলেও এবার তা পারেনি। দুদিন ধরে হলগুলোতে যে অপারেশন চলছে, আশাকরি বহিরাগত কেউ হলে অবস্থান করতে পারবে না।
তবে শিক্ষার্থীরা বলছেন, যাদের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ আছে, হলগুলোতে বিশ^বিদ্যালয় প্রশাসনের অভিযানের আগে তাদের অধিকাংশই হল ছেড়ে চলে গেছে। তাদের রুমগুলোতে শুধুমাত্র তালা লাগানো হয়েছে, ভেতরে তাদের জিনিসপত্র রয়ে গেছে। তারা যদি পরবর্তীতে কখনও হলে ফিরে তখন প্রশাসন তাদের বিষয়ে কতটুকু কঠোর হবে, তা নিয়ে আমরা সন্দিহান। কারণ, এর আগে হল ও বিশ^বিদ্যালয় প্রশাসন ছাত্রনেতাদের বিরুদ্ধে অভিযোগ আসার পরও ব্যবস্থা নেয়নি। শিক্ষার্থীদের দাবি, আন্দোলনের পরে প্রশাসন হলগুলোতে অভিযান চালাচ্ছে, বিষয়টি প্রশংসার যোগ্য। তবে, দুই-একদিন অভিযান চালিয়ে বন্ধ করে ফেললে চলবে না। যাদের বিষয়ে অভিযোগ এসেছে তারা যেন আর হলে ফিরতে না পারে। এ বিষয়ে প্রশাসন যেন সজাগ থাকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন