বিপুল সংখ্যক ভক্ত জনতার অংশগ্রহণে শাহসূফী সৈয়দ গোলামুর রহমান মাইজভা-ারীর দুই দিনব্যাপী ১৫৭তম খোশরোজ মাহফিল গতকাল সোমবার ফটিকছড়ির মাইজভা-ার দরবারে অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, খতমে গাউছিয়া, মাজারে গিলাফ চড়ানো, জিয়ারত, ফ্রি চিকিৎসা ক্যাম্প, জীবনী আলোচনা, মিলাদ, ছেমা মাহফিল এবং রাতে তবারুক বিতরণ।
খোশরোজ মাহফিলের সমাপনী দিনে সভাপতিত্ব ও আখেরি মোনাজাত পরিচালনা করেন মাইজভা-ার দরবারের দায়িত্বপ্রাপ্ত শাহসূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী। এতে উপস্থিত ছিলেন সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন, সৈয়দ হাসনাইন-এ-মইনুদ্দীন, সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভা-ারী ট্রাস্টের মহাসচিব অ্যাডভোকেট কাজী মহসীন চৌধুরী প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন