শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বিক্ষিপ্ত বৃষ্টির আভাস

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

বর্ষার বাহক মৌসুমী বায়ু বিদায় নিয়েছে। এসেছে কার্তিক মাস তথা হেমন্ত ঋতু। গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। আজ ও আগামীকাল দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে।
পূর্বাভাসে জানা গেছে, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।

গতকাল ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় নোয়াখালীতে ৫৫ মিলিমিটার। এ সময় ঢাকায় ৫, ফরিদপুরে ১৩, শ্রীমঙ্গলে ৪৭, খুলনায় ৭, সাতক্ষীরায় ৮, বরিশালে ৫৩, গোপালগঞ্জে ৫, রাঙ্গামাটিতে ৪ মি.মি.সহ দেশের বিভিন্ন স্থানে স্বল্প বৃষ্টি হয়েছে।
সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৪.৫ এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ২০.২ ডিগ্রি সেলসিয়াস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন