শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

খুনীদের নামে টয়লেটের লোকেশন

শহীদ আবরার হল!

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৯, ১২:১৮ এএম

গুগল ম্যাপে শের-ই বাংলা হলের লোকেশন মিললেও মিলছে না হলের নাম। ওই লোকেশনে দেখাচ্ছে শহীদ আবরার ফাহাদ হল। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ হত্যাকান্ডের পর এ আবাসিক হলের নাম পরিবর্তন দেখাচ্ছে। গুগল ম্যাপে শের-ই বাংলা হল লিখে সার্চ দিলে ‘লোকেশন ফ্লাগ’ দেখাচ্ছে ‘শহীদ আরবার ফাহাদ হল’ নামে। এছাড়া আবরার ফাহাদ হল নামে সার্স দিলেও আসছে একই নাম।
অন্যদিকে আবরার হত্যাকান্ডে জড়িত অভিযুক্ত খুনীদের নামে টয়লেটগুলোর নামকরণ করা হয়েছে। যেমন- অমিত সাহা পাবলিক টয়লেট, কিলার অনিক সরকার পাবলিক টয়লেট, কিলার রাসেল পাবলিক টয়লেট, অপ্রেসার (নির্যাতক) রাসেল পাবলিক টয়লেট, কিলার রবিন পাবলিক টয়লেট। তবে বিশ্ববিদ্যালয় বা ওই আবাসিক হলের অন্যান্য লোকেশনগুলো পূর্বের নামেই অপরিবর্তিত রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন