আল কোরআন
তারা মিথ্যা শ্রবণে অত্যন্ত আগ্রহশীল এবং অবৈধ ভক্ষণে অত্যন্ত আসক্ত। তারা যদি তোমার নিকট আসে তবে তাদেরকে বিচার নিষ্পত্তি কর না, অথবা তাদেরকে উপেক্ষা কর না। তুমি যদি তাদেরকে উপেক্ষা কর তবে তারা তোমার কোন ক্ষতি করতে পারবে না। আর যদি বিচার নিষ্পত্তি কর তবে তাদের মধ্যে ন্যায়বিচার কর; নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণদেরকে ভালবাসেন।
-সূরা মায়েদা : আয়াত ৪২
আল হাদিস
জান্নাতে একজন ব্যক্তির স্তর উন্নীত করা হলে সে প্রশ্ন করবে এই মর্যাদা কিভাবে অর্জিত হল? বলা হবে: তোমার সন্তান তোমার জন্য ইসতিগফার করার কারণে।-ইবনে মাজাহ (৩৬৬০)
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন