শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

তুরস্কের আশ্রয় শিবিরে সিরীয় শরণার্থীদের সওম পালন

দেশে দেশে মাহে রমজান

প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক স: বিশ্বব্যাপী মুসলিমরা সওম পালন করছেন। মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে বর্তমানে যুদ্ধ চলার কারণে এই অঞ্চলের মানুষের জন্য সওম পালন করা কঠিন হয়ে পড়েছে। যেমন ধরা যাক সিরীয় শরণার্থীদের কথা। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য যে লড়াই চলছে সেখানে প্রায় ২৫ লাখ মানুষ শরণার্থী হয়েছে। তাদের অনেকের আশ্রয় হয়েছে পার্শ্ববর্তী তুরস্কে। অস্থায়ী তাঁবুতে আশ্রয় নেয়া ছিন্নমূল এসব মানুষ গত বছরও ছিলেন নিজ বাড়িতে। কিন্তু এবার তাদের সওম পালন করতে হচ্ছে অন্যের আশ্রয়ে থেকে। যেমন ধরা যাক ছবির পরিবারটির কথা। পরিবারের আরো সদস্য থাকলেও তারা কোথায় আছে হয়ত জানা নেই এই দুই জনের। তবু যেহেতু রমজান মাস, তাই যেখানে যে অবস্থায়ই থাকুক না কেন আল্লাহ পাকের নির্দেশ পালনার্থে সওম পালন করতেই হবে। আর সওম পালন করলে দিনশেষে ইফতার করাও সুন্নাত। কাজেই পরিবারটি যা কিছু মিলেছে তাই নিয়েই ইফতারে বসেছেন। আল্লাহ পাক এই পরিবারসহ বিশ্বের সকল মুসলিমের সব ধরনের সমস্যা দূর করে দিন। আমীন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Md SAHIN Mea ১৮ জুন, ২০১৬, ৮:৪৫ এএম says : 0
OK
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন