শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬

প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ডাকাতরা হচ্ছে মো. ইসলাম (৩০), আব্দুল আজিজ (২৬), মো. জুয়েল (২৫), মো. রাসেল (২৪), মো. আল- আমিন (২৫) ও মো. রবিন (৩০)। বৃহস্পতিবার গভীর রাতে তাদের শুভাড্যা চিতাখোলা এলাকা থেকে আটক করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ উপ-পরিদর্শক মোহাম্মদ হান্নান জানান, বৃহস্পতিবার রাতে শুভাড্যা চিতা খোলা এলাকায় টহল দেয়ার সময় সংঘবদ্ধ ডাকাতদল সেখানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময়  ডাকাতদের দেখে আমি থানায় খবর দিয়ে পুলিশ উপ-পরিদর্শক শরিফুল ইসলামসহ কিছু ফোর্স ঘটনাস্থলে নিয়ে আসি । পরে আমরা যৌথভাবে অভিযান চালিয়ে ডাকাতদেরকে হাতেনাতে আটক করি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন