চট্টগ্রামের হাটহাজারীতে রঞ্জন সিংহ চৌধুরীকে হত্যার দায়ে চারজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ-ের আদেশ দিয়েছেন আদালত। আরও দুজনকে যাবজ্জীবন কারাদ- দেওয়া হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক এ রায় দেন।
ফাঁসির দ-প্রাপ্তরা হলেন- মো. মহসিন, এমরান, ফোরকান ও আব্দুল কাদের।
এছাড়া আব্দুল মোনাফ ও শাহাদাৎ হোসেন নামে দুজনকে যাবজ্জীবন কারাদ- এবং দুই লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছর করে কারাদ-ের আদেশ দেয়া হয়। দ-িত ছয়জনের মধ্যে আব্দুল মোনাফ ছাড়া বাকিরা পলাতক। পূর্ব শত্রুতার জেরে বিগত ২০০৮ সালের ৮মে রঞ্জন সিংহ চৌধুরীকে তুলে হত্যা করে লাশ পুকুরে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়। পরদিন ছয়জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন রঞ্জনের স্ত্রী স্মৃতি রাণী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন