শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ফের ভিপি নুরের ফেসবুক আইডি হ্যাকড

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৯, ১২:৩৪ পিএম

আবারও হ্যাকড হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ফেসবুক আইডি। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ভিপি নুর।

নুর বলেন, বুধবার ভোরে আমার আইডি হ্যাকড হয়েছে। এরপর আর কোনোভাবেই আইডিতে প্রবেশ করতে পারছি না। আমি আইনি পদক্ষেপ নেব।

তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্রলীগ আমাদের আইডি হ্যাকড করেছিল। তারাই এটা করে থাকতে পারে। এর আগে কোটা আন্দোলনের সংগঠক মশিউর ও বিন ইয়ামীন মোল্লার আইডি হ্যাকড হয়েছে। এরই ধারাবাহিকতায় আমার আইডি হ্যাকড করা হয়েছে।

নুর বলেন, আমরা সবসময় ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিপক্ষে কথা বলি। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে একটি শ্রেণি আমাদের বিতর্কিত করার চেষ্টা অব্যাহত রেখেছে। কিন্তু, তাদের এ ঘৃণ্য চেষ্টা কখনই সফল হবে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
মুক্ত ২৩ অক্টোবর, ২০১৯, ১:২৭ পিএম says : 0
একক গুষ্টিবাদী রাজনীতির ফসল ...
Total Reply(0)
দীনমজুর কহে ২৩ অক্টোবর, ২০১৯, ৩:৫৫ পিএম says : 0
একটি ন্যাক্যারজনক ঘটনা।এই হ্যাকারদের চিন্হিত করে বিচারের ব্যাবস্হা করা এখন সময়ের দাবী।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন