শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সরকারি বিনামূল্যের বই ঠোঙার দোকানে বিক্রি

ভাষা প্রদীপ উচ্চ বিদ্যালয় থেকে ১৬ হাজার বই জব্দ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৯, ১২:০০ এএম

সরকারি বিনা মূল্যের বই কেজি দরে ঠোঙার দোকানে বিক্রির অভিযোগে পোস্তাগোলার একটি স্কুলে অভিযান চালিয়েছে র‌্যাব। অভিযুক্ত স্কুলটি হলো ভাষা প্রদীপ উচ্চ বিদ্যালয়। গত মঙ্গলবার রাত ১১টা থেকে ২টা পর্যন্ত র‌্যাব-১০ এর একটি দল এ অভিযান চলে। এ সময় প্রতিষ্ঠানটির স্টোর রুমে অবৈধভাবে মজুত করা রাখা প্রায় ১৬ হাজার বই জব্দ করা হয়েছে। এর আগে গত শনিবার ভ্যানে করে কয়েক দফায় স্কুলটি থেকে বই নিয়ে যাওয়ার সময় টের পায় স্থানীয়রা।
র‌্যাব জানায়, প্রধান শিক্ষক, অফিস সহকারী, ম্যানেজিং কমিটির সভাপতি, উপজেলা শিক্ষা অফিসারের যোগসাজশে কেজি দরে ১০-১২ হাজার বই বিক্রি করা হয়েছে। এছাড়া বিক্রির জন্য আরও প্রায় ১৬ হাজার বই প্রস্তুত রাখা হয়েছে। এসব বই বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন। ম্যাজিস্ট্রেট বলেন, ১৯ অক্টোবর স্কুলের ভেতর থেকে ভ্যানে করে বিনামূল্যের বই নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা টের পায়। পরে তারা বিষয়টি র‌্যাবকে জানালে র‌্যাব-১০ এর একটি দল মঙ্গলবার রাতে অভিযান শুরু করে। এ সময় ঠোঙ্গা বানানোর দোকানে সরকারি বই বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া যায়। র‌্যাব-১০ এর উপঅধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান বলেন, স্কুলে যে পরিমাণ শিক্ষার্থী তার চেয়ে বেশি বই এনেছিল স্কুল কর্তৃপক্ষ। তবে প্রতিষ্ঠানটির ভাষ্য, সরকারি স্কুলের বাইরে আরও ৪০টির মতো কিন্ডার গার্টেনে স্কুলটির মাধ্যমে বই বিতরণ করা হয়। যদিও সেই বিতরণের ক্ষেত্রেও অনিয়ম মিলেছে। তিনি বলেন, চলতি বছর যে পরিমাণ বই ডিমান্ড করা হয়েছিল তার প্রায় ২৩ হাজার বই এখনও অবিতরণযোগ্য রয়ে গেছে। এই ২৩ হাজার বই বিতরণ করা না হলে সেগুলো বোর্ডের কাছে ফেরত দেওয়ার কথা। কিন্তু ফেরতও দেয়া হয়নি। তিনি বলেন, আমরা অতিরিক্ত প্রায় ১৬ হাজার বইয়ের মজুত পেয়েছি। এছাড়া যেসব স্কুলে এখান থেকে বই বিতরণ করা হয়েছেÑ সেখানেও গরমিল রয়েছে। যেসব প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়েছে স্কুল কর্তৃপক্ষের কাছে সেগুলোরও কোন তথ্য নেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন