শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সরকারি হিসাব ডেঙ্গুতে মৃত্যু ১০৭ জন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৯, ১২:০০ এএম

সরকারি হিসাবে চলতি বছর রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১০৭ জনে দাঁড়িয়েছে। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, ডেঙ্গুতে মৃত্যু হয়েছে এমন সন্দেহে মোট ২৪৮ জন নারী, পুরুষ ও শিশুর চিকিৎসা ব্যবস্থাপত্রসহ পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পর্যালোচনার জন্য স্বাস্থ্য অধিদফতরের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ডেথ রিভিউ কমিটির কাছে পাঠানো হয়।
সর্বশেষ গত ২১ অক্টোবর পর্যন্ত ২৪৮ জনের মধ্যে ১৭১ জনের কাগজপত্র পর্যালোচনা করে দেখে ওই কমিটি। পরে ১৭১ জনের মধ্যে মোট ১০৭ জনের মৃত্যু ডেঙ্গুজনিত কারণে হয়েছে বলে মতামত দেয়।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন