শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

কর্পোরেট

মধ্যপ্রাচ্যে মিলিয়নেয়ারের সংখ্যা বাড়বে২০২৫ সাল নাগাদ

প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : ২০২৫ সাল নাগাদ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় মিলিয়নেয়ারের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। বৈশ্বিক সম্পদ ও বাজার গবেষণা সংস্থা নিউ ওয়ার্ল্ড ওয়েলথ কর্তৃক প্রকাশিত ‘মিডল ইস্ট ২০১৬ ওয়েলথ রিপোর্ট’ শীর্ষক একটি প্রতিবেদনে এমন পূর্বাভাস দেয়া হয়েছে। খবর অ্যারাবিয়ান বিজনেস। প্রতিবেদন অনুযায়ী, মিলিয়নেয়ারের সংখ্যা বৃদ্ধির হারে সবচেয়ে এগিয়ে থাকবে জর্ডান (৭৫ শতাংশ) ও ইরান (৭০ শতাংশ)। এর পরের অবস্থানে দেখা যেতে পারে সংযুক্ত আরব আমিরাতকে (৫০ শতাংশ)। কমপক্ষে ১০ লাখ ডলারের নগদ আর্থিক সম্পদ রয়েছে, ২০১৫ সালে সংযুক্ত আরব আমিরাতে এমন ব্যক্তির (এইচএনডব্লিউআই) সংখ্যা ছিল ৭২ হাজার। আগামী নয় বছরে কাতার ও সৌদি আরবে আরো যথাক্রমে ৪৫ শতাংশ ও ৪০ শতাংশ মিলিয়নেয়ার যোগ হবে বলে ধারণা করেছে নিউ ওয়ার্ল্ড ওয়েলথ। ২০১৫ সালে এ দুটি দেশে মিলিয়নেয়ারের সংখ্যা ছিল যথাক্রমে ২৮ হাজার ও ৫৪ হাজার। তবে রাজনৈতিক ও ধর্মীয় অস্থিরতার কারণে তুরস্ক ও লেবাননের মতো দেশগুলোয় এ সংখ্যায় খুব বেশি প্রবৃদ্ধির প্রত্যাশা করা যাচ্ছে না বলে সংস্থাটি জানিয়েছে। ইরানে মিলিয়নেয়ারের সংখ্যায় এত বেশি প্রবৃদ্ধির কারণ হিসেবে দেশটির ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি উল্লেখ করেছে নিউ ওয়ার্ল্ড ওয়েলথ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন