স্টাফ রিপোর্টার : সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, রাষ্ট্র কোনো কিছুর তোয়াক্কা না করে আইন নিজের হাতে তুলে নিচ্ছে। তিনি বলেন, সুশাসনের অভাব থাকলে পদে পদে মানবাধিকারের লঙ্ঘন ঘটতে থাকে, তেমনি মানুষের জীবনও অনিরাপদ হয়ে পড়ে। গতকাল শনিবার ‘টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ’ নামের একটি উদ্যোগের আত্মপ্রকাশ নিয়ে প্রেস ব্রিফিংয়ে সুলতানা কামাল এসব কথা বলেন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠানটি হয়। টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ’ দেশের বিশিষ্ট নাগরিক ও বেসরকারি সংস্থার উদ্যোগে গঠিত একটি মঞ্চ। এটি জাতিসংঘ ঘোষিত এসডিজি বাস্তবায়নে কাজ করবে।
সুলতানা কামাল বলেন, মানুষ আমাদের বলছে, ক্রসফায়ার হওয়ার পরে আপনারা কথা বলছেন কেন? যাদের ক্রসফায়ারে দেয়া হচ্ছে, তারা অন্যের মানবাধিকার লঙ্ঘন করেছে। অতএব, তাদের মানবাধিকার নেই। এই যে একটা বোধ সমাজে চলে আসে, যেনতেনভাবে নিজের অস্তিত্ব রক্ষা করতে হবে এটা কোনো আধুনিক, গণতান্ত্রিক, সুশাসনসম্পন্ন রাষ্ট্রের লক্ষ্য নয়। সুশাসনের অভাবের এক পর্যায়ে সমাজে হতাশা তৈরি হয় উল্লেখ করে সুলতানা কামাল আরও বলেন, ‘হতাশা থেকে আমরা দেখতে পাচ্ছি, রাষ্ট্র নিজের হাতে আইন তুলে নিচ্ছে। কোনো কিছুর তোয়াক্কা করছে না। কোনো সমস্যা সমাধান করতে গেলে ছোটখাটো পথ খুঁজছে। অন্যদিকে মানুষ মানুষকে পিটিয়ে মেরে ফেলছে, ফতোয়ার মাধ্যমে অমানবিক কার্যক্রমকে সমর্থন দিচ্ছে। অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা না হলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। অর্থনীতিবিদ, মানবাধিকারকর্মী, উন্নয়নকর্মী, উদ্যোক্তা এবং গবেষণা প্রতিষ্ঠানসহ প্রায় ত্রিশটি সংস্থার প্রধানদের সমন্বয়ে গঠন করা হয়েছে প্লাটফর্মটি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন বা এসডিজি বাস্তবায়নে বিভিন্ন পর্যায়ে সরকারের পাশাপাশি সক্রিয় ভূমিকা রাখা এবং প্রক্রিয়ার জবাবদিহিতা নিশ্চিতের পর্যবেক্ষণ করা এ প্ল্যাটফর্মের উদ্দেশ্য। সংবাদ সম্মেলনে সংগঠনটির কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। এজন্য এসজিডি’র লক্ষ্যের ১৬ অধ্যায়ের ওপরই গুরুত্ব দেয়া হবে। একই সঙ্গে এক্ষেত্রে সরকারের ভুল দিকগুলো তুলে ধরে সমালোচনা করবেন সংগঠনটি। এছাড়া এসডিজি’র ১৭টি লক্ষ্য এবং ১৬৯টি অভীষ্টের ওপর গবেষণাও করবে নাগরিক প্ল্যাটফর্ম বলে জানান টিআইবি নির্বাহী ড. ইফতেখারুজ্জামান ও সিপিডির মোস্তাফিজুর রহমান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন