শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

আ’লীগকে রাজনৈতিক এতিম হিসেবে রাস্তায় ঘুরতে হবে: খন্দকার মোশাররফ হোসেন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৯, ৯:০০ পিএম
‘আওয়ামী লীগকে আগেও একবার ২১ বছর রাজনৈতিক এতিম হিসেবে রাস্তায় ঘুরতে হয়েছে। এবার বিদায় হলে ২১ বছর নয়; এর থেকেও তিন গুণ বেশি সময় তাদের রাজনৈতিক এতিম হিসেবে রাস্তায় ঘুরতে হবে।’- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেছেন।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ হুমকি দেন। নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্যের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ক্যাসিনোর বিরুদ্ধে চলমান অভিযান প্রসঙ্গে তিনি বলেন, ক্যাসিনোকাণ্ডে যাদের গ্রেফতার করা হয়েছে তারা চুনোপুঁটি। এদের পেছনে রাঘববোয়ালরা জড়িত আছে। আমরা দাবি জানাই- শুধু চুনোপুঁটি নয়; তাদের পেছনে যেসব রাঘববোয়াল আছে, অবিলম্বে তাদেরও গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

ডাকসুর সাবেক ভিপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
দীনমজুর কহে ২৮ অক্টোবর, ২০১৯, ১০:২১ পিএম says : 0
২১বছর পরে আপনারা মাজা সোজা করতে পারবেন তো?!
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন