‘আওয়ামী লীগকে আগেও একবার ২১ বছর রাজনৈতিক এতিম হিসেবে রাস্তায় ঘুরতে হয়েছে। এবার বিদায় হলে ২১ বছর নয়; এর থেকেও তিন গুণ বেশি সময় তাদের রাজনৈতিক এতিম হিসেবে রাস্তায় ঘুরতে হবে।’-
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেছেন।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ হুমকি দেন। নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্যের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ক্যাসিনোর বিরুদ্ধে চলমান অভিযান প্রসঙ্গে তিনি বলেন,
ক্যাসিনোকাণ্ডে যাদের গ্রেফতার করা হয়েছে তারা চুনোপুঁটি। এদের পেছনে রাঘববোয়ালরা জড়িত আছে। আমরা দাবি জানাই- শুধু চুনোপুঁটি নয়; তাদের পেছনে যেসব রাঘববোয়াল আছে, অবিলম্বে তাদেরও গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।
ডাকসুর সাবেক ভিপি ও
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব,
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।
মন্তব্য করুন