বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে

ময়মনসিংহ ব্যুরো: | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৯, ১২:০৩ এএম

ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুলকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একটি বিস্ফোরক মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
মামলার আইনজীবী অ্যাড. দিদারুল ইসলাম রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৮দলীয় জোটের হরতাল চলাকালে নগরীর জিলা স্কুল মোড় এলাকায় ২০১৩ সালের ১৮ মার্চ হরতাল সমর্থনে একটি মিছিল কেন্দ্র করে বিস্ফোরক মামলা দায়ের করে পুলিশ। ওই মামলায় দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুল প্রধান আসামি। মঙ্গলবার ওই মামলায় টুটুল আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
সূত্র জানায়, এর আগে তানভীরুল ইসলাম টুটুল আরো ৪ দফায় প্রায় ৮ মাস কারাবরণ করে জামিনে মুক্ত হন। তাঁর বিরুদ্ধে বর্তমানে ৩৭টির অধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন স্বজনরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন