শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

সৎ ও যোগ্যদের প্রতিষ্ঠিত করতে হবে

ফরিদগঞ্জে মুহম্মদ শফিকুর রহমান এমপি

ফরিদগঞ্জ (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৯, ১২:০৩ এএম


চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের মধ্যে বিশেষ অভিযান পরিচালনা করছেন। তিনি তার নিকটাত্মীয়দেরও ছাড় দিচ্ছেন না। ফলে এঅভিযান থেকে কেউই রেহাই পাবেন না। তার লক্ষ্য ও উদ্দেশ্য হলো রাষ্ট্র ও সমাজ নষ্টকারীদের বাদ দিয়ে আগামী দিনগুলোতে সৎ ও যোগ্য লোকদেরকে প্রতিষ্ঠিত করা। ফরিদগঞ্জেও দলীয় ভাবে দুর্নীতিবাজ ও ভুমি দস্যুদের নামে তালিকা হয়েছে। অতিসত্বর এদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। ভাল লোকদের সম্মেলনের মাধ্যমে দলে অন্তভুক্ত করা হবে। তিনি ফরিদগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া দখলে ও দুষণে মরে যাওয়া ডাকাতীয়া নদীর খনন কাজ শুরু করার আশ্বাস দেন। সোমবার রাতে ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি এলাকায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
MAJLUM JANATA ৩০ অক্টোবর, ২০১৯, ৯:০২ এএম says : 0
আজীবন সত্যসেবী,সত্যের পুজাঁরী রাজনৈতিক রা মাঠের বাইরে চলে গেছে। চাদাঁবাজ দুর্নিতীবাজদের আজ বারবারন্ত। সত্যসেবীরা আজ মাথাগুজে আছে।এদের খবর এখন আর কেউ রাখেনা।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন