শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

গ্রাম ও শহরের মধ্যে শিক্ষার গুণগত মানের ব্যবধান দূর করতে কাজ করে যাচ্ছে সরকার -শিক্ষামন্ত্রী

প্রকাশের সময় : ২০ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ উন্নয়নে কাজ করছে সরকার। এরই অংশ হিসেবে গতকাল (রোববার) দেশের ৩১০ টি মডেল বিদ্যালয়কে আইসিটি ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের জন্য ৩ হাজার ৫২০ টি কম্পিউটার, ২ হাজার ১৭০ টি ল্যাপটপ, ২ হাজার ১৭০ টি প্রজেক্টরসহ অন্যান্য সরঞ্জাম প্রদান করা হয়েছে। সরকারের এসব কার্যক্রম গ্রাম ও শহরের মধ্যে শিক্ষার সুযোগ ও গুণগত মানের পার্থক্য হ্রাসে ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আইসিটি ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুম সরঞ্জাম প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষাসচিব মোঃ সোহরাব হোসাইন এবং প্রকল্প পরিচালক কে এম রফিকুল ইসলামও বক্তব্য রাখেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গত ৭ বছরে সারাদেশে ৬ হাজার ২৩৫ টি স্কুল, কলেজ, মাদরাসায় নতুন ভবন নির্মাণ ও ভবন সংস্কারের কাজ করছে। বর্তমানে আরো ৩ হাজার ২৪০ টি শিক্ষাপ্রতিষ্ঠান এ ধরণের নির্মাণ কাজ চলমান রয়েছে। তিনি বলেন, শিক্ষাদান পদ্ধতির আমূল পরিবর্তনের পাশাপাশি শিক্ষাপ্রশাসনে গতি সঞ্চারে ভূমিকা পালন করছে। তিনি তথ্যপ্রযুক্তি যুগান্তকারী শিক্ষাদান পদ্ধতি আকর্ষণীয় করতে সারাদেশে ২৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম গড়ে তোলা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তি প্রসারে নবনির্মিত ১২৫ টি উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউ আইটি আর সি ই) গড়ে তোলা হয়েছে। পর্যায়ক্রমে সব উপজেলায় এ ধরণের ইউ আইটি আর সি ই গড়ে তোলা হচ্ছে বলে শিক্ষামন্ত্রী জানান। 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন