সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১ আশ্বিন ১৪৩১, ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

জাতীয় সংবাদ

স্পিকার ড.শিরিন শারমিন চৌধুরী ২ দিনের সফরে এখন কক্সবাজারে

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৯, ১২:১০ পিএম

জাতীয় সংসদের স্পিকার ড.শিরিন শারমিন চৌধুরী ২ দিনের সফরে এখন কক্সবাজারে। 
শুক্রবার ১ নভেম্বর স্পীকার শিরিন শারমিন চৌধুরী কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান সহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ তাঁকে অভ্যর্থনা জানান।
বিমানবন্দর থেকে সার্কিট হাউসে পৌঁছালে স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরীকে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, পুলিশের উর্ধ্বতন কর্মকতারা তাঁকে বরণ করে নেন। 
কক্সবাজার সফরকালে স্পীকার শিরিন শারমিন চৌধুরী হোটেল রয়েল টিউলিপ অনুষ্ঠিতব্য বাংলাদেশ-ভারত সংলাপে অংশ নেবেন। এ সংলাপে অংশ নিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি শুক্রবার সকালে কক্সবাজার এসেছেন।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন