শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

পুলিশি বাধায় এনপিপির ইফতার বাতিল

প্রকাশের সময় : ২০ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : পুলিশি বাধার কারণে হোটেল সোনারগাঁওয়ে ইফতার পার্টি করতে পারেনি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক এনপিপি। ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। এনপিপির চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ সাংবাদিকদের বলেন, হোটেল কর্তৃপক্ষ তাদেরকে জানিয়েছে, রমনা মডেল থানা পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলাপের পরিপ্রেক্ষিতে তাদের ইফতার মাহফিলের অনুমতি বাতিল করা হয়েছে। যার ফলে তারা ইফতার পার্টিটি করতে পারছেন না। এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাংবাদিকদের বলেন, এনপিপির অপর অংশের চেয়ারম্যান শওকত হোসেন নীলুর অভিযোগের ভিত্তিতে আমরা ইফতার মাহফিলে নিষেধাজ্ঞা দিয়েছি। তিনি বলেন, ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বাধীন এনপিপির নিবন্ধন নেই। এ নিয়ে শওকত হোসেন নীলু আদালতে মামলা করেছেন। আদালতের নিষেধাজ্ঞা থাকায় আমরা হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। তারা ব্যবস্থা নিয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন