‘অন্তর্ভুক্তিমূলক শিল্পায়নের পাশাপাশি ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। এর ফলে বাংলাদেশের শিল্পখাতে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ছে।’- রফতানিমুখী শিল্পের উৎপাদন অব্যাহত রয়েছে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এসব কথা বলেছেন।
সোমবার (৪ নভেম্বর) আবুধাবির অ্যামিরেটস্ প্যালেস হোটেলে আয়োজিত জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থার (ইউনিডো)-এর ১৮তম সাধারণ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, ‘বিশ্বের অনেক দেশের কাছে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী
শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশ নিম্নমধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি অর্জনের পর ২০২১ সাল নাগাদ মধ্যম আয়ের দেশ এবং ২০২৪ সালের মধ্যে পূর্ণাঙ্গভাবে এলডিসি থেকে উত্তরণের লক্ষ্যে সঠিক পথে অগ্রসর হচ্ছে। বাংলাদেশ ২০৩০ সাল নাগাদ টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে পরিকল্পিত উদ্যোগ নেওয়া হয়েছে।’
সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি ও শিল্পমন্ত্রী প্রকৌশলী সুহাইল আল মাজরুইয়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেনইউনিডো’র মহাপরিচালক লি ইয়াং।
মন্তব্য করুন