আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে সফর করবেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান। তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। দুদেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এরদোগান। বুধবার ট্রাম্প এবং এরদোগানের মধ্যে টেলিফোনে আলাপ হয়েছে। তারা দুজনে আসন্ন বৈঠকের ব্যাপারে কথা বলেছেন। ওয়াশিংটনে এই দুই নেতা বৈঠক করবেন। তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, ওয়াশিংটনে সফরের জন্য এরদোগানকে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।এক টুইট বার্তায় এরদোগানের তরফ থেকে বলা হয়েছে যে, এরদোগানের সঙ্গে খুব ভালো ফোনালাপ হয়েছে। তিনি এরদোগানকে আমন্ত্রণ জানানোর জন্য অপেক্ষা করছেন। ট্রাম্প জানিয়েছেন, এই ফোনালাপে তারা সিরিয়া-তুরস্ক সীমান্ত, সন্ত্রাসবাদ নির্মূল এবং আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন