কর্পোরেট রিপোর্টার : রাজধানীতে চলছে বর্ষামেলা ও কারুশিল্প প্রদর্শনী। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে মতিঝিলস্থ বিসিক ভবন চত্বরে পাঁচ দিনব্যাপী বর্ষামেলা ও কারুশিল্প প্রদর্শনী চলছে। বিসিকের নকশা কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের বিভিন্ন পণ্য সামগ্রীর পরিচিতি ও বাজার সৃষ্টির মাধ্যমে তাদের সহায়তা প্রদানের উদেশ্যকে সামনে রেখে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন ধরনের পোশাক, নকশীকাঁথা, তাঁতের ও জামদানি শাড়ি, পাটের হস্তশিল্প, আধুনিক পদ্ধতিতে উৎপাদিত মধু, খাদ্যজাত সামগ্রীসহ হস্ত ও কুটির শিল্পজাত পণ্যের বিপুল সমারোহ ঘটেছে। মেলা উপলক্ষে কারুশিল্পীদের উৎপাদিত পণ্যসামগ্রী নিয়ে চলছে কারুশিল্প প্রদর্শনী। মেলায় বিভিন্ন ধরনের হস্ত ও কুটির শিল্পপণ্যের ৬০টি স্টল স্থান পেয়েছে। মেলা চলবে আগামী ২৩ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকছে। রোববার বিসিকের পরিচালক (নকশা ও বিপণন) মো. মোস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে এই প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিকের এমআইএস বিভাগের মহাব্যবস্থাপক মো. শফিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন প্রধান নকশাবিদ বশীর আহমেদ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন