স্টাফ রিপোর্টার : ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, হজ নিয়ে কেউ প্রতারণা করলে কোনো ছাড় দেয়া হবে না। আল্লাহর মেহমান হাজীদের সেবা নিশ্চিতকরণে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। বেঁচে যাওয়া ৫ হাজার হজযাত্রী’র কোটা কীভাবে বেসরকারী এজেন্সিগুলোতে বণ্টন করা যায় তা’ সংসদীয় কমিটির সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।
ধর্মমন্ত্রী বলেন, সউদী আরব থেকে অতিরিক্ত ১০ হাজার হজযাত্রী’র কোটা বরাদ্দে এখনো কোনো লিখিত অনুমোদন পাওয়া যায়নি। অতিরিক্ত কোটা পাওয়া গেলে সুষ্ঠুভাবে বণ্টনের উদ্যোগ নেয়া হবে। গতকাল রাজধানীর অফিসার্স ক্লাবে হাবের ১৩তম এ জিএম ও ইফতার মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্যে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান একথা বলেন। হাবের সভাপতি মোঃ ইব্রাহিম বাহারের সভাপতিত্বে এবং হাবের সহ-সভাপতি ফরিদ আহমেদ মজুমদারের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শহীদুজ্জামান, পরিচালক হজ ড. আবু সালেহ মোস্তফা কামাল, হাবের মহাসচিব শেখ আব্দুল্লাহ। আরো উপস্থিত ছিলেন, হাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হেলাল, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল কবির খান জামান, ফজলুল হক মামুন, আটাব নেতা আব্দুল মতিন ভূইয়া, হাবের প্রতিষ্ঠাতা মহাসচিব মাওলানা ইয়াকুব শরাফতী প্রমুখ।
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, আগামী হজ ব্যবস্থাপনার কার্যক্রম ধর্ম মন্ত্রণালয় ও হাবের সমন্বিত প্রচেষ্টায় সুন্দরভাবে সম্পন্ন করতে হবে। ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজকে অত্যন্ত প্রাধান্য দিয়ে থাকেন। তিনি বলেন, ধর্ম মন্ত্রণালয়ের কাছে হজ এজেন্সিগুলোর সকল প্রকার বকেয়া পাওনা অচিরেই পরিশোধ করা হবে।
উল্লেখ্য, এজিএমে একপর্যায়ে বিশৃঙ্খলার সৃষ্টি হলে সাধারণ সদস্যদের বক্তৃতা পর্ব বন্ধ করে দেয়া হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন