শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

কমিউনিটি ক্লিনিকের জন্য ২৬ প্রকার ওষুধ কেনা হচ্ছে

প্রকাশের সময় : ২১ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দেশের কমিউনিটি ক্লিনিকগুলোর জন্য প্রায় ১১৯ কোটি টাকা ব্যয়ে ২৬ প্রকার ওষুধ কিনছে সরকার। সরাসরি ক্রয় পদ্ধতিতে এ ওষুধগুলো সরবরাহ করবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড’ (ইডিসিএল)। আগামীকাল বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ ক্রয় প্রস্তাবটি অনুমোদন দেয়া হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এ ওষুধগুলো ক্রয়ে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ১৩০ কোটি ৫০ লাখ টাকা। ইডিসিএল-এর সঙ্গে দরকষাকষির মাধ্যমে ট্যাক্স ও ভ্যাটসহ ওষুধগুলোর মোট মূল্য দাঁড়িয়েছে ১১৮ কোটি ৬৬ লাখ টাকা। যেসব ওষুধ ক্রয় করা হবে সেগুলো হচ্ছেÑ ক্যাপসুল এমোক্সিসিলিন ২৫০ মিলিগ্রাম, এমোক্সিসিলিন পাউডার ফর সাসপেনশন ১০০ মিলিলিটার, এমোক্সিসিলিন পাউডার ফর পেডিয়াটিক ড্রপস ১৫ মিলিলিটার, ট্যাবলেট এন্টাসিড ৬৫০ মিলিগ্রাম, ট্যাবলেট ক্লোরফেনিরামাইন মেলেট ৪ মিলিগ্রাম, ট্যাবলেট ফেরোয়াস ফিউমারেট ২০০ মিলিগ্রাম+ফলিক এসিড ৪০০ মিলিগ্রাম, ট্যাবলেট প্যারাসিটামল ৫০০ মিলিগ্রাম, ট্যাবলেট ফেনোক্সিমেথিল পেনিসিলিন ২৫০ মিলিগ্রাম, ট্যাবলেট সালবিউটামল ২ মিলিগ্রাম, ট্যাবলেট আলবেন্ডাজোল ৪০০ মিলিগ্রাম, বেনজোয়িক এসিড ৬% ও সেলিসাইলিক এসিড ৩% অয়েন্টমেন্ট ১ কেজি, ক্লোরামফেনিকল ০ দশমিক ৫% আই ড্রপ ১০ মিলিগ্রাম, ক্লোরামফেনিকল ১% আই অয়েনমেন্ট ৩ গ্রাম, ট্যাবলেট হাইয়োসিন এন-বিউটিল ব্রোমাইড ১০ মিলিগ্রাম, ট্যাবলেট মেট্রোনিডাজোল ৪০০ মিলিগ্রাম, ওর‌্যাল রিহাইড্রেশন সল্টস ০ দশমিক ৫ লিটার, সিরাপ সালবিউটামল ২ মিলিগ্রাম/৫ মিলিলিটার/৬০ মিলিলিটার, দশমিক ২৫% বেনজি বেনজোয়েট ইমালশন ১০০ মিলিলিটার, সিরাপ ক্লোরফেনিরামাইন মেলেট ৬০ মিলিগ্রাম, ট্যাবলেট কোট্রিমোক্সাজোল ১২০ মিলিগ্রাম, ট্যাবলেট কোট্রিমোক্সাজোল ৯৬০ মিলিগ্রাম, নিওমাইসিন সালফেট+ বেসিট্রেসিন জিঙ্ক অয়েন্টমেন্ট ১০ গ্রাম, প্যারাসিটামল সাসপেনশন ১২০ মিলিগ্রাম/৬০ মিলিলিটার/৫ মিলিলিটার, ট্যাবলেট ভিটামিন বি-কমপ্লেক্স, ট্যাবলেট ডিসপারজিবল জিঙ্ক ২০ মিলিগ্রাম এবং ক্যাপসুল ডক্সিসাইক্লিন ১০০ মিলিগ্রাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন