শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

সংসদে দাঁড়িয়ে করজোড়ে ক্ষমা চেয়েছেন জাপা মহাসচিব রাঙ্গা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৯, ৭:১৪ পিএম

‘আমি সবার কাছে করজোড়ে ক্ষমা চাচ্ছি। আমি তিনদিন ধরে জ্বরে ভুগছি। আমার হয়তো ভুলত্রুটি হতে পারে।’- শহীদ নূর হোসেনকে নিয়ে অপ্রীতিকর বক্তব্য দেওয়ার জন্য জাতীয় সংসদে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে এসব কথা বলেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।

বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদে দাঁড়িয়ে রাঙ্গা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী অমাকে মন্ত্রী করেছেন। আমার দল হলেও হয়তো আমি কিছু হতে পারতাম না। আমি কাউকে কিছু বলতে চাইনি।

উল্লেখ্য, সম্প্রতি শহীদ নূর হোসেনকে 'ইয়াবাখোর' হিসেবে অভিহিত করেন রাঙ্গা। বিষয়টি নিয়ে সরকারি দল, বিরোধী দলসহ নানা মহলে তার সমালোচনার ঝড় ওঠে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মজলুম জনতা ১৩ নভেম্বর, ২০১৯, ৯:১৬ পিএম says : 0
*স্বৈরাচার নিপাত যাক*গনতন্ত্র মুক্তিপাক*
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন