বিজিবি কক্সবাজার রিজিওনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে বিজিবি কক্সবাজার রিজিওনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজেদুর রহমান বলেন, মিয়ানমার সীমান্ত এলাকা ও রোহিঙ্গা ইস্যুর কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্ব বিবেচনা করে ২০১৮ সালের ৮ নভেম্বর বিজিবি কক্সবাজার রিজিওন উদ্বোধন করেন।
আজ (১৪ নবেম্বর) বিজিবি কক্সবাজার রিজিওনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী।
তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিজিবি নিষ্ঠার সাথে কর্তব্য পালনে অবিচল রয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এয়ার কমোডর মুহাম্মদ শাফকত আলী বলেন, দেশ আমাদের, দেশ রক্ষার দায়িত্বও আমাদের। বিজিবির গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। তাই বিজিবি আমাদের সম্পদ। বিজিবি কক্সবাজার রিজিওনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে বিজিবি রিজিওন সদর দপ্তরে আয়োজন কর হয় এই মনোরম অনুষ্ঠানের। রিজিওন বিজিবি সদর দপ্তরে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীতে কর্মরত পদস্থ অফিসার এবং বিভিন্ন বেসামরিক অফিসে কর্মরত পদস্থ কর্মকর্তাগণ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সুধীবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এয়ার কমোডর মুহাম্মদ শাফকত আলী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন