আসগর আলী হাসপাতাল সম্প্রতি মেটলাইফ (আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি)-এর সঙ্গে কর্পোরেট চুক্তি সম্পাদন করে। আসগর আলী হাসপাতালের সিইও এবং ডিরেক্টর অফ মেডিকেল সার্ভিসেস প্রফেসর ডাঃ জাবরুল এসএম হক এবং মেটলাইফ (আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স্ কোম্পানি)-এর চিফ অপারেশনস অফিসার আখলাকুর রহমান এতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এছাড়া এই সময় আরো উপস্থিত ছিলেন আসগর আলী হাসপাতাল-এর, জিএম মার্কেটিং এন্ড বিজনেস ডেভেলপমেন্ট কবির উদ্দীন তুষার, জিএম অপারেশানস্ শাহরিয়ার জামান, ডিজিএম মার্কেটিং এন্ড বিজনেস ডেভেলপমেন্ট গাজী জে ইউ আহামেদ, ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট লুৎফুল করিম, ডিজিএম একাউন্টস এন্ড ফিন্যান্স মনিরুল ইসলাম তালুকদার এবং মেটলাইফ এর পক্ষে উপস্থিত ছিলেন হেড অফ মেডিকেল নেটওয়ার্ক ডাঃ আবুহেনা মোস্তফা বেলাল। স বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন