পেঁয়াজ, চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য লাগামহীনভাবে বৃদ্ধির প্রতিবাদে ঢাকা বিশ^বিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার আলাদাভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও ছাত্রদল। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কর্মসূচি থেকে ব্যর্থতার দায় নিয়ে বাণিজ্যমন্ত্রীর পদত্যাগসহ সরকারের প্রতি ৫ দফা দাবি তুলে ধরা হয়।
ডাকসুর ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগ থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ঢাবির গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার শাহবাগে গিয়ে শেষ হয়। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের দাবিগুলোর মধ্যে রয়েছে, অবিলম্বে দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে আনা, অসাধু সিন্ডিকেট ভেঙে আইনের আওতায় আনা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা, আমদানি নির্ভরশীলতা কমানো ও বাণিজ্যমন্ত্রীর লাগামহীন বক্তব্যের জন্য ব্যর্থতার দায় নিয়ে তার পদত্যাগ।
শাহবাগে মিছিল পরবর্তী সমাবেশে ডাকসু ভিপি নুরুল হক নুর বলেন, ‘বর্তমান সরকার দিনবদলের কথা বলেছিল। এই হচ্ছে তাদের দিনবদল। তারা এমন দিনবদলের সনদ দিয়েছে, যেখানে মানুষকে না খেয়ে থাকতে বলা হচ্ছে। বলা হচ্ছে, তরকারিতে পেঁয়াজ না দিতে অথচ এদেশের মানুষ শত বছর ধরে পেঁয়াজ খেয়ে আসছে। তারা এসব কথাবার্তা বলে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।’
তিনি আরো বলেন, ‘আজকে যখন জিডিপির কথা বলা হচ্ছে তখন আমরা দেখি আমাদের দেশে প্রায় চার কোটি বেকার রয়েছে, যখন উন্নয়ন নিয়ে গর্ব করা হয় তখন আমরা দেখি প্রবাসী শ্রমিক ভাইয়েরা কী অমানবিক নির্যাতন সহ্য করছে। নির্যাতিত-নিপীড়িত হয়ে তারা দেশে ফিরছে।’ সমাবেশে সংগঠনটির আহ্বায়ক হাসান আল মামুন সরকারকে দায়িত্ব পালনে ব্যর্থ হলে পদত্যাগ করার আহ্বান জানান। যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, ‘পদ্মা সেতুর কথা বলে বাংলাদেশের মানুষকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে কিন্তু মানুষ নিত্যপ্রয়োজনে যা খায় তা নিয়ন্ত্রণে রাখতে পারেনি সরকার।’
এসময় শিক্ষার্থীদের ‘সস্তায় পেঁয়াজ খেতে দে, নইলে গদি ছাইড়া দে’, ‘বাণিজ্যমন্ত্রী করে কি, খায়দায় ঘুমায় নাকি’, ‘জনবিরোধী সিন্ডিকেট, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘উন্নয়নের বাংলাদেশ, পেঁয়াজ কিনতে টাকা শেষ’, ‘এই মুহূর্তে দরকার, জনগণের সরকার’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
সরব ছাত্রদল : এদিকে একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল। গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। বিক্ষোভ মিছিলটি মধুর ক্যান্টিন থেকে বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশ থেকে পেঁয়াজসহ প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে আনতে দ্রæত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া সিন্ডিকেটের মাধ্যমে মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির ব্যবস্থা করার আহŸান জানান তারা। শাখা ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার জানান, ‘এসব দাবিতে এখন থেকে নিয়মিত ক্যাম্পাসে তারা বিক্ষোভ করবেন।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন