দেশি বিদেশী কিডনি বিশেষজ্ঞ, নার্স, বায়োমেডিক্যাল প্রকৌশলীদের নিয়ে আগামী ২৯ ও ৩০ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক নেফ্রোলজি সম্মেলন। ‘স্বল্প খরচে উন্নতমানের কিডনি রোগের চিকিৎসা’ শ্লোগানকে ধারণ করে গণস্বাস্থ্যা কেন্দ্র ইন্টারন্যাশাল নেফ্রোলজি কনফারেন্স নামের এই সম্মেলনের আয়োজন করছে।
এতে সহযোগীতা করছে বাংলাদেশ রেনাল এসোসিয়েশন। ইন্টারন্যাশনাল সোসাইটি অব নেফ্রোলজির (আইএসএন) সভাপতি অধ্যাপক ভিভেকানন্দ ঝা, অ্যালো ডায়ালাইসিসের জনক আমেরিকার জনপ্রিয় অধ্যাপক পিটার কোটান্কো, তাইওয়ান নেফ্রোলজিস্ট সোসাইটির সভাপতি অধ্যাপক কো চেং লু, হংকংয়ের কিডনি বিশেষজ্ঞ ড. মাইকেল ইটারসহ ১৫ জন আন্তর্জাতিক মানের কিডনি বিশেষজ্ঞ এই সম্মেলনের রিসোর্স পারসন হিসেবে উপস্থিাত থাকবেন।
এতে বাংলাদেশের প্রায় দুই শতাধিক কিডনি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট নার্সরা অংশ নেবেন। সম্মেলনে কিডনি রোগের আধুনিক চিকিৎসা, হেমোডায়ালাইসিস, কিডনি ট্রান্সপ্লান্ট ইত্যাদি বিষয়ে কর্মশালা, গবেষণাপত্র উপস্থাাপনা করা হবে।
গতকাল গণস্বাস্থ্যা নগর হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এসব তথ্য জানান।
সম্মেলনের বিস্তারিত দিক তুলে ধরেন আয়োজক কমিটির চেয়ারম্যান, গণস্বাস্থ্যা ডায়ালাইসিস সেন্টারের প্রধান কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ব্রি. জে. (অব:) মামুন মোস্তাফী। এ সময় উপস্থিাত ছিলেন গণস্বাস্থ্যা কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণস্বাস্থ্যা ডায়ালাইসিস সেন্টারের সমন্বয়ক ডা. মুুহিব উল্লাহ খোন্দকার, ডা. মাসরুরা জাবীন প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন