রাশিয়ার তৈরি এস-৪০০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পেতে মরিয়া হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার অন্যতম পরমাণু শক্তিধর দেশ ভারত। এ অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা পেতে ইতিমধ্যেই তৈরিকারক দেশ রাশিয়াকে অগ্রিম বাবদ ৮০০ মিলিয়ন ডলার দিয়েছে। খবর আল-জাজিরার। সোমবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসটেকের প্রধান সের্গেই চেমেজভ। তিনি বলেন, এ চুক্তির আওতায় ভারতকে ২০২৫ সালে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করা হবে। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে ভারতের এ চুক্তিতে মার্কিন নিষেধাজ্ঞা এসেছিল তবে নয়াদিল্লি যুক্তরাষ্ট্র থেকে ছাড়ের বিষয়ে সংকেত পেয়েছে। এর আগে ২০১৮ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন দিল্লি সফরে আসলে ভারতের সঙ্গে ৫ বিলিয়ন ডলারে এস-৪০০ কেনার চুক্তি হয়। এদিকে গত বৃহস্পতিবার ব্রাজিলে এক সম্মেলনে পুতিন বলেছেন, পরিকল্পনা অনুযায়ী ভারতকে এস-৪০০ সরবরাহ করা হবে। গত পাঁচ বছরে ভারতের সামরিক যন্ত্রপাতি ও অস্ত্রের ৬২ শতাংশ মস্কো থেকে কেনা হয়েছে। ভারতের সবচেয়ে বড় সামরিক যন্ত্রপাতি সরবরাহকারী দেশ রাশিয়া। সম্প্রতি কয়েক বছরে ভারত সরকার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল থেকে অস্ত্র কেনা সীমিত করেছে। এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার পরিকল্পনা নিয়ে ভারতকে তুরস্কের মতো নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনে ( নিষেধাজ্ঞা আইন সিএএটিএসএ) রাশিয়া থেকে সামরিক সরঞ্জামাদি কিনলে নিষেধাজ্ঞার আওতায় পড়তে হয়। তবে প্রেসিডেন্টের ছাড়ের বিষয়ের সুযোগ রয়েছে। আল-জাজিরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন