শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রের মদদেই ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে : জাতিসংঘ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৯, ১২:৩৯ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তনের কারণেই ইসরাইল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে অবৈধ বসতি স্থাপন করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরাইল। গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) এ নিয়ে জাতিসংঘ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। খবর তুর্কি ভিত্তিক গণমাধ্যম ইয়েনি শাফাকের।

মানবাধিকার বিষয়ক জাতিসংঘের হাই কমিশনারের মুখপাত্র রূপার্ট কলভিলি এক সংবাদ সংবাদ সম্মেলনে বলেছেন, একটি রাষ্ট্রের নীতি পরিবর্তন আন্তর্জাতিক আইনকে সংশোধন করে না।

এর আগে গত সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, পশ্চিম তীরে ইসরাইলি বসতি আর অবৈধ হিসেবে দেখা হবে না।

১৯৬৭ সালে যখন পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম ইসরাইল দখল করে নেয়, ওই সময় থেকে সাড়ে ৬ লাখ ইহুদি বর্তমানে ১শ'টি বসতিতে বসবাস করছে। ফিলিস্তিনিরা ভবিষ্যত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গাজা উপত্যকার পাশাপাশি এ অঞ্চলগুলো ফেরত চাচ্ছে। আন্তর্জাতিক আইনানুসারে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম এ দুটি অঞ্চলে ইহুদিদের বসতি অবৈধ ধরা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন