নিরাপত্তা পরিষদের এক সংক্ষিপ্ত বৈঠকের পর জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস জানিয়েছেন, যুদ্ধবিরতির বিষয়ে আরেকটি সুযোগ দেওয়া হবে। তবে শান্তিচুক্তির এই খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে দেশটির ভেটো শক্তিতে রেজুলেশনটি ব্যর্থ হয়েছে। ইউক্রেনেও আক্রমণ জারি রেখেছে পুতিন সরকার।
জাতিসংঘের মহাসচিব টুইট করেন, ‘জাতিসংঘের জন্ম হয়েছে যুদ্ধের অবসানের জন্য। আজ পর্যন্ত তা অর্জিত হয়নি। তবে আমরা কখনো হাল ছাড়ব না। শান্তিচুক্তির বিষয়ে আমাদের আরেকটি সুযোগ দিতে হবে।’
এর কিছুক্ষণ পরে, ইউক্রেনে হামলা বন্ধ করে রাশিয়ান সৈন্যদের ব্যারাকে ফিরে যেতে বলেন তিনি।
এদিকে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যারা এই খসড়া সমর্থন করেননি সেসব সদস্যদের ধন্যবাদ জানান জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া। এই ব্যাপারটিকে তিনি ‘রাশিয়া-বিরোধী’ বলে অভিহিত করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন