বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

চট্টগ্রামের কিশোরের চিঠির জবাব দিলেন জাতিসংঘ মহাসচিব

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

জলবায়ু পরিবর্তনের কুফল নিয়ে চট্টগ্রামের কিশোর আরিয়ান আবিরের লেখা চিঠির উত্তর দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আরিয়ান আবির বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে সদ্য এসএসসি পাস করেছেন। আবিরের চিঠি দেয়ার ১৬ দিনের ব্যবধানে উত্তরে জাতিসংঘের মহাসচিব লেখেন, তোমার চিঠি পেয়ে আমরা অনেক খুশি। পৃথিবীর এত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ভাবার জন্য তোমার মানসিকতার উচ্চ প্রশংসা করছি। চিঠিতে আরিয়ান উল্লেখ করেন, বিশ্ব জলবায়ু তহবিল সংস্থায় ১৭০ ট্রিলিয়ন ডলার পড়ে আছে। সর্বোচ্চ কার্বন নিঃসরণকারী কোম্পানিগুলোকে একেবারে বন্ধ করে দিতে হবে। তা না হলে দেশগুলোর অর্থনীতিতে সমস্যা দেখা দেবে। প্রয়োজনে ক্লাইমেট চেইঞ্জ ফান্ড গঠন করে সেই ফান্ড যোগাড়ের জন্য পুরো পৃথিবীব্যাপী ভিক্ষা করা শুরু করবো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন