শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

পৃথিবীর নরকে বেড়ে ওঠে গাজার শিশুদের জীবন : জাতিসংঘ মহাসচিব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ মে, ২০২১, ৯:৪৮ এএম

পৃথিবীতে যদি কোনও নরক থাকে, তাহলে সেটি গাজার শিশুদের জীবন বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। গতকাল বৃহস্পতিবার (২০ মে) ১৯৩ সদস্যের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের বিষয়ে আলোচনায় তিনি এই মন্তব্য করেন।

গত ৯ মে থেকে শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২৩০ ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে ৬৫ শিশু রয়েছে।

তিনি বলেছেন, সংঘাতে গাজার সড়ক-মহাসড়ক, বৈদ্যুতিক সংযোগসহ গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোর ভয়াবহ ক্ষতি হয়েছে। সেখানে মানবিক জরুরি সঙ্কট তৈরি হয়েছে। গাজায় প্রবেশের পথ বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় পানির সরবরাহে বিঘ্ন ঘটছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন