শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

পরিবহন ধর্মঘট দেশকে অশান্ত করে তুলেছে পীর সাহেব চরমোনাই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০১৯, ১২:০০ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এক বিবৃতিতে বলেন, পরিবহন ধর্মঘট করে জনগণকে চরম ভোগান্তিতে ফেলেছে। কিন্তু সরকারের কী কিছু করার নেই? বিরোধী দল হরতাল ডাকলে পরিবহন মালিকদের বাধ্য করা হয় গাড়ী চালাতে। আর বর্তমানে যে ধর্মঘট করে জনগণকে ভোগান্তিতে ফেলেছে এর বিরুদ্ধে সরকার কি করছে? এভাবে দেশ চলতে পারে না।

বিবৃতিতে তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার। পরিবহন সেক্টরে চরম দুর্নীতি, তারমধ্যে আবার পরিবহন ধর্মঘট দেশকে অশান্ত করে তুলেছে। সরকার জনগণের জন্য কিছুই করতে পারছে না। পেঁয়াজ নিয়ে দেশে তুলকালাম কান্ডের পর জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে লবন নিয়ে গুজব সৃষ্টি করে সিন্ডিকেটগুলো জনগণের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এভাবেই জনগণকে শোষণ করা হচ্ছে।

তিনি বলেন, রাজনীতি মানুষ এবং দেশের কল্যাণের জন্য। যে রাজনীতি মানুষের কল্যাণের পরিবর্তে দুর্ভোগ সৃষ্টি করে, মানুষকে কষ্ট নিপতিত করে, জানমালের ক্ষতি করে সেই রাজনীতি কারো কাম্য হতে পারে না।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন