শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ইটিভির আব্দুস সালামের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০১৯, ৯:৫৩ পিএম

একুশে টেলিভিশনের (ইটিভি)’র সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। মামলাটি বাতিল আবেদনের( কোয়াশমেন্ট পিটিশন) পরিপ্রেক্ষিতে শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি এসএম কুদ্দুস জামানের ডিভিশন বেঞ্চ এ রায় দেন। হাইকোর্টের এ রায় সম্পর্কে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, এ মামলায় শুধুমাত্র আবদুস সালামের অংশ বাতিল করেছেন হাইকোর্ট। তবে আমরা দুদকের পক্ষ থেকে এ রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করবো। আবেদনের শুনানিতে আব্দুস সালামের পক্ষে শুনানি করেন ড. শাহদীন মালিক।
প্রসঙ্গত: ২০১৫ সালের ১৩ এপ্রিল দুদকের উপ-পরিচালক সামছুল আলম বাদী হয়ে তেজগাঁও থানায় এ মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন, আব্দুস সালামের ভাই আফতাবুল আলম ও ইটিভির সাবেক সিনিয়র ব্যবস্থাপক ফজলুর রহমান শিকদার। তাদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে বৈদেশিক মুদ্রা ক্রয়, সংরক্ষণ এবং পাচারের অভিযোগ আনা হয়। পরে মামলাটি বাতিল চেয়ে আবদুস সালাম হাইকোর্টে আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রথম রুল জারি করে মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন। এ অবস্থায় গত ৭ নভেম্বর মামলা বাতিল চেয়ে করা রুল শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন হাইকোর্ট। এরই ধারাবাহিকতায় রুল চূড়ান্ত ঘোষণা করেন আদালত। এর ফলে তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি ‘বাতিল’ ঘোষিত হলো।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন