শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা

| প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারী এবং কিলো ফ্লাইটের বৈমানিক ও তাদের উত্তরাধিকারদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর তেজগাঁওস্থ বিএএফ ফ্যালকন হলে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এ সংবর্ধনা প্রদান করেন। সশস্ত্র বাহিনী দিবস ২০১৯ উপলক্ষে তাঁদের এ সংবর্ধনা দেয়া হয়। এছাড়া মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ‘কিলোফ্লাইট’-এর বেসামরিক বৈমানিকদেরও সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় বিমান বাহিনী প্রধান খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোঃ নূর ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট ২৮ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান তার সংক্ষিপ্ত বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে বিমান বাহিনী খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, যাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি তাদের কথা জাতি কখনও ভুলবেনা। অনুষ্ঠানে প্রিন্সিপাল স্টাফ অফিসারগণসহ বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন