কর্পোরেট রিপোর্টার : পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে ইলেক্ট্রনিক্স পণ্যের বাজার। কেনাকাটাতে এবারও কাস্টমারের পছন্দের তালিকায় শীর্ষে আছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন। ঈদ বা কোন উৎসব আসলে চাকরিজীবীসহ সকল শ্রেণী-পেশার মানুষ বেতন-বোনাসসহ বেশ অর্থ হাতে পেয়ে থাকেন। আর এই অর্থ দিয়ে তারা কিনেন তাদের প্রয়োজনীয় ও পছন্দের নানান জিনিসপত্র। এর মধ্যে ইলেক্ট্রনিক্স পণ্য অন্যতম। ঈদকে সামনে রেখে এবারও দেশীয় ব্র্যান্ডের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশী লক্ষ করা গেছে। গ্রাহকরা দেশে তৈরি ফ্রিজ, টিভি এবং এসিসহ হোম অ্যাপায়েন্স বেশি কিনছেন। ঈদ বাজারে এবারও ওয়ালটন পণ্য পছন্দের শীর্ষে রয়েছে বলে দাবি করেছেন কোম্পানীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিশেষ করে ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি ও মোবাইল বেশী বিক্রি হচ্ছে। কর্তৃপক্ষ বলেছেন, ওয়ালটন ফ্রিজ দেশের সবচেয়ে বেশী বিক্রিত পণ্য। তার পর রয়েছে টিভি, মোবাইলসহ এসিও। এর কারন ওয়ালটন যত দিন যাচ্ছে ততই মানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছে। দিনদিনই এই ব্র্যান্ডের প্রতি মানুষের আস্থা বহুগুণে বাড়ছে। ওয়ালটন আন্তর্জাতিক মানের দেশীয় পণ্য হওয়ায় গ্রাহকরা দিনদিনই বিদেশী ব্যয়বহুল পণ্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ওয়ালটন যেমন আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের-উচ্চমানের, তেমনি এর সাশ্রয়ী দাম ও হাতের নাগালে বিক্রোয়োত্তর সেবা মানুষকে আকৃষ্ট করছে। আর ওয়ালটনের রয়েছে আন্তর্জাতিক মানের অনেক স্বীকৃতি, আইএসও স্ট্যান্ডার্ড বিক্রয়োত্তর সেবায় এসেছে নতুনত্ব। ওয়ালটন পণ্য উৎপাদন প্রক্রিয়ায় যুক্ত হয়েছে বেশকিছু সর্বাধুনিক প্রযুক্তি। বিভিন্ন দিবস ঘিরে ওয়ালটন গতানুগতিকের বাইরে নতুনত্ব নিয়ে আসে। তাছাড়া চাহিদা ও উৎপাদন বৃদ্ধি পাওয়ায় সম্প্রতি কর্তৃপক্ষ ওয়ালটন টিভির দামও কমিয়েছে। রমজান ও ঈদ উপলক্ষে নতুন মডেলের পণ্য বাজারে ছেড়েছে ওয়ালটন। গ্রাহকদের বাড়তি চাহিদা পূরণে পণ্যের মজুদও বাড়ানো হয়েছে। ঈদ সামনে রেখে নতুন ৭ মডেলের রেফ্রিজারেটর, ফ্রিজ ও ফ্রিজার বাজারে ছেড়েছে কোম্পানীটি। তারা বাজারে এনেছে সর্বাধুনিক ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তির ফ্রিজ। এর ফলে ফ্রিজের বিদ্যুৎ খরচ বহুলাংশে কমেছে। কম্প্রেসার হয়েছে দীর্ঘস্থায়ী। ইনভার্টার প্রযুক্তির ফ্রিজের ক্ষেত্রে কম্প্রেসারে ১০ বছরের গ্যারান্টি দেয়া হচ্ছে। এ ছাড়া ওয়ালটন ফ্রিজে রয়েছে ন্যানো হেলথকেয়ার টেকনোলজি। যা খাবারকে সতেজ ও এর প্রাকৃতিক গুণাগুণ অক্ষুণœ রাখে। ইতোমধ্যে ইনভার্টার প্রযুক্তির বেশ কয়েকটি নো-ফ্রস্ট ফ্রিজ বাজারে ছেড়েছে। এরইমধ্যে ওয়ালটনের তিন দরজাবিশিষ্ট ৫২৬ লিটারের নো-ফ্রস্ট ফ্রিজটি শৌখিন গ্রাহকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আর আইএসও স্ট্যান্ডার্ড ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় দুই সহস্রাধিক টেকনিশিয়ান ও প্রকৌশলী সারা দেশে গ্রাহকদের দ্রুত সময়ে নিখুঁত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিচ্ছেন। ওয়ালটন সম্প্রতি অ্যাক্রেডিটেশন সনদ অর্জন করেছে। পণ্য উৎপাদনের ক্ষেত্রে সর্বোচ্চ গুণগতমান নিশ্চিতকারী প্রতিষ্ঠানই কেবল এই সনদ পায়। সম্প্রতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ সনদ ওয়ালটন কর্তৃপক্ষের হাতে তুলে দেন। গুণগতমান নিশ্চিত করে পণ্য উৎপাদন ও টেস্টিং সেবা দিয়ে আসায় ওয়ালটন এ সনদ অর্জন করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন