কর্পোরেট ডেস্ক
বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি জাপানে মে মাসে বাণিজ্য ঘাটতি হয়েছে ৪০.৭ বিলিয়ন ইয়েন (৩৮৮ মিলিয়ন ডলার)। যা চলতি বছরে দেশটিতে পণ্য বাণিজ্যে প্রথম ঘাটতি। জাপানের অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে গত সোমবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত এপ্রিলে জাপানে বাণিজ্য বেড়েছিল ৮২৩.২ মিলিয়ন ইয়েন। সর্বশেষ প্রকাশিত তথ্য এর সম্পূর্ণ উল্টো। মে মাসে গত বছর একই সময়ের তুলনায় রপ্তানি কমেছে ১১.৩ শতাংশ (৫.০৯ বিলিয়ন ইয়েন)। সেখানে আমদানি কমেছে ১৩.১৮ শতাংশ (৫.১ বিলিয়ন ইয়েন)। মূলত আমদানি-রপ্তানি উভয়ই কমায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জাপানের অর্থ মন্ত্রণালয় প্রকাশিত তথ্য অনুযায়ী, জাপানের সর্ববৃহৎ ব্যবসায়িক পার্টনার চীন। গত এপ্রিলে সেখানে বাণিজ্য ঘাটতি ছিল ৪০১.০৯৩ বিলিয়ন ইয়েন। যা গত বছর একই সময়ের তুলনায় ৪ শতাংশ বেশি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন