শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

ভ্যাট প্রত্যাহারে তাঁত মালিকদের আলটিমেটাম প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : ভ্যাট প্রত্যাহারে তাঁত মালিকরা আলটিমেটাম দিয়েছে। অবিলম্বে তারা আগামী ৩০ জুনের মধ্যে এ ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এজন্য পাওয়ারলুমের ওপর প্রস্তাবিত ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করে তাঁতি রক্ষার জন্য তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচির ঘোষণা দিয়েছেন তাঁত মালিকরা। চলতি বাজেটে যান্ত্রিক ও অটো তাঁতের ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপ করায় পাবনা-সিরাজগঞ্জের তাঁত শিল্প ধ্বংসের মুখে পড়েছে। অতিরিক্ত অর্থের জোগান দিতে না পারায় তাঁত মালিকরা দিশেহারা হয়ে পড়েছে। উচ্চমাত্রার এই ভ্যাট প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার শাহজাদপুর পৌর সদরের রূপপুর নতুনপাড়া সাউদিয়া টেক্সটাইল মিলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সিরাজগঞ্জ হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্টিজ অ্যাসোসিয়েশন। সম্মেলনে বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিল অ্যান্ড পাওয়ারলুম অ্যাসেসিয়েশনের পরিচালক ও সিরাজগঞ্জ হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্টিজ অ্যাসোসিয়েশনের সভাপতি হায়দার আলী, আব্দুর রউফ বুলবুল, আব্দুর রাজ্জাক রাজা, মো. নজরুল ইসলাম, আফতাফ উদ্দীন, আজাহার আলী, মো. আবু তালহা, হাজী নুরুল ইসলাম, ইউনুস আলী, মো. রহমত উল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন। হায়দার আলী বলেন, দেশের তাঁত শিল্পের কেন্দ্রবিন্দু পাবনা ও সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরসহ ১৭টি উপজেলার উৎপাদিত তাঁতবস্ত্র দেশের তাঁত বস্ত্রের সিংহভাগ চাহিদা পূরণ করে বিদেশেও রফতানি হচ্ছে। তাঁত শিল্প সমৃদ্ধ এ জনপদের ৭০ শতাংশ মানুষ তাঁত শিল্পের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল। তিনি বলেন, বর্তমানে সুতার মূল্য বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির অভাব, সরকারি পৃষ্ঠপোষকতার অভাব, মূলধনের স্বল্পতাসহ বহুমুখী সমস্যায় তারা এমনিতেই  বিপর্যস্ত। এরপরে চলতি অর্থবছরে পাওয়ারলুমের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করায় এ অঞ্চলের তাঁত শিল্প নতুন করে হুমকির মুখে পড়েছে। হায়দার আলী আরও বলেন, তাঁত শিল্পের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সঙ্গে আলোচনা না করেই জাতীয় সংসদে এ ধরনের বিল উত্থাপন করা হয়েছে। ফলে এ অঞ্চলের ক্ষুদ্র ও প্রান্তিক তাঁতিরা মহা বিপাকে পড়েছে। সংবাদ সম্মেলনে অন্য বক্তারা বলেন, এক শতাংশ ভ্যাটও যদি তাঁত শিল্পের ওপর আরোপ হয়, তাহলেও এ শিল্পটি ধ্বংসের মুখে পড়বে। এই ভ্যাট আরোপ করা হলে তাঁত সমৃদ্ধ এ অঞ্চলের সকল ক্ষুদ্র তাঁত কারখানা বন্ধ হয়ে লাখ লাখ তাঁতি ও শ্রমিক বেকার হয়ে পড়বে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন