শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

কমেছে শীর্ষ ৫ দেশের রেমিট্যান্স

প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : ব্যাংকের তুলনায় বেশি বিনিময় হার এবং সহজে ও নিরাপদে অবৈধ চ্যানেলে অর্থ পাঠানোর সুযোগ পেয়ে অনেকেই অবৈধ পথে টাকা পাঠাচ্ছেন। এ কারণে চলতি অর্থবছরের শুরু থেকে কমছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। এর প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে। কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, প্রবাসী আয় আহরণের শীর্ষ পাঁচ দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া ও কুয়েত থেকে রেমিট্যান্স কমেছে। এর সার্বিক প্রভাব পড়েছে মোট রেমিট্যান্স প্রবাহে। চলতি অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) শীর্ষ এসব দেশ থেকে আসা ৯৪৯ কোটি ডলারের রেমিট্যান্স আগের একই সময়ের তুলনায় ৪৯ কোটি ডলার বা প্রায় ৫ শতাংশ কম। চলতি অর্থবছরের জুলাই-মে সময়ে রেমিট্যান্স আহরণের শীর্ষ দেশ সৌদি আরব থেকে ব্যাংকিং চ্যানেলে ২৬৯ কোটি ডলার দেশে এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৩০৩ কোটি ডলার। দ্বিতীয় সর্বোচ্চ আরব আমিরাত থেকে ২৫৮ কোটি ডলার থেকে কমে ২৪৫ কোটি ডলার হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স এসেছে ২২১ কোটি ডলার, মালয়েশিয়া ১২০ কোটি ডলার এবং কুয়েত থেকে ৯৩ কোটি ডলার। আগের বছরের একই সময়ে যথাক্রমে যা ছিল ২১৪, ১২৫ ও ৯৮ কোটি ডলার। শীর্ষ দশে থাকা ওমান, বাহরাইন ও সিঙ্গাপুর থেকেও আলোচ্য সময়ে রেমিট্যান্স কমেছে। তবে বেড়েছে কাতার ও যুক্তরাজ্য থেকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন